অনেক সুন্দর রঙিনকে পেছনে ফেলে এসেছি আমরা সবাই। মাঝে মধ্যেই সেই রঙিন গুলোকে খুঁজে ফিরি আমরা। হারিয়ে যাওয়া সেই রঙিন দিন এবং মুহূর্তগুলোকেই খোঁজার চেষ্টা করেছে মুনষ্টার পেইন্টস।
হারানো রঙিনের খোঁজে মুনষ্টার পেইন্টস :
দিনের পর দিন অপেক্ষা করার পর স্বামীর চিঠিটা যখন হাতে আসতো, তখন সাদা কালো সেই চিঠিটাকেই দুনিয়ার সবচাইতে রঙিন জিনিস মনে হতো বধূর।
বাসায় সাদাকালো টিভি ছিলো তখন,বিজ্ঞাপন আর নাটকে কে কোন রঙয়ের পোশাক পরলো সেটা কল্পনা করতাম আমরা মাঝে মাঝে। তবে এই কল্পনায় বিরক্তি ছিলোনা এতোটুকুও, উপরন্তু সাদা কালো টিভিতেই সময়টা রঙিন ছিলো তখন।
দূর আকাশে প্লেন উড়ে গেলে সেটাকে রকেট ভাবতাম আমরা। রকেটের সেই সাদা ধোঁয়ার দিকে তাকিয়ে থাকতাম অনেকক্ষণ। "ওটা রকেট নয় প্লেন"এই ভুলটা যেদিন ভাঙলো সেদিনই আমরা বড় হয়ে গেলাম, রঙিন শৈশব শুধু স্মৃতিতেই রয়ে গেলো।
সন্ধ্যার পর ইলেক্ট্রিসিটি চলে গেলে চারপাশটা তখন অন্ধকার হয়ে যেতো। তবে সেই অন্ধকারটাকেই সবচাইতে বেশি রঙিন মনে হতো তখন। একটু পরেই যে পাড়ার সবাই উঠানে নামবে, জমিয়ে আড্ডা হবে।